spot_img

রমজানের শুভেচ্ছা জানাল বার্সা-ম্যান সিটি-টটেনহ্যাম

অবশ্যই পরুন

বছর ঘুরে আবারও সিয়াম সাধনার মাস রমজান কড়া নাড়ছে দুয়ারে। মুসলিমদের কাছে অনন্য-অসাধারণ এ মাসের শুরুতে শুভেচ্ছা জানিয়েছে শীর্ষ ইউরোপীয় ক্লাবগুলো। যাতে আছে লিওনেল মেসির বার্সেলোনা, পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ও হোসে মরিনিহোর টটেনহ্যাম হটস্পার।

বার্সেলোনা আজ মঙ্গলবার রাতে নিজেদের ফেসবুক পাতায় একটি ভিডিও পোস্ট করে, যেখানে তাদের সকল মুসলিম খেলোয়াড় রমজানের শুভেচ্ছা জানান সকল ভক্ত-সমর্থকদের। ভিডিওটিতে যেমন ছিলেন উসমান দেম্বেলে, মিরালেম পিয়ানিচদের মতো বর্তমান তারকারা, তেমনি ছিলেন বি দলের ইলাইশ মরিবা, ইলিয়াস আখোমাচ ও নারী দলের সদস্য খেইরা হামরাওইরাও।

এদিকে গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি নিজেদের ফেসবুক পাতায় একটি ছবি পোস্ট করে। যেখানে আরবি ও ইংরেজি ভাষায় ‘রামাদান কারিম’ লেখা ছিল। নিচের দিকে ছিল একটি বার্তাও। সেখানে লেখা হয়, ‘সকল মুসলিমদের জানাই রমজানের শুভেচ্ছা, রমজান কারিম।’

হোসে মরিনিহোর টটেনহ্যাম হটস্পার নিজেদের ফেসবুক ও টুইটারে একটি ছবি পোস্ট করেছে। যেখানে তাদের দুই মুসলিম খেলোয়াড় ডেলে আলি ও মুসা দেম্বেলে ছাড়াও ছিলেন এশীয় তারকা ফুটবলার সন হিউং মিন ও গ্যারেথ বেল। ক্যাপশনে লেখা হয়, ‘বিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকা আমাদের মুসলিম ভক্তদের জানাই একটি সৌভাগ্যপূর্ণ রমজানের শুভেচ্ছা।’

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ