spot_img

এডেন সাগরে নৌকাডুবিতে ৩৪ শরণার্থীর মৃত্যু

অবশ্যই পরুন

ইয়েমেন থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার পথে আফ্রিকার শরণার্থীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এডেন সাগরের ঘটা ওই দুর্ঘটনায় ৩৪ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে খবরটি জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

জানা যায়, সোমবার (১২ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টার দিকে আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অতিরিক্ত যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) বিষয়টি নিশ্চিত করেছে।

আইওএম কর্মকর্তা মোহাম্মদ আবদিকের জানিয়েছেন, ইয়েমেন থেকে দালালদের মাধ্যমে ৬০ যাত্রী নিয়ে নৌকাটি এডেন উপসাগরের জিবুতির উপকূলে ডুবে যায়। এতে নারী ও শিশুসহ অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটে।

ধারণা করা হচ্ছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ বিধিনিষেধ ও কড়াকড়ির কারণে তারা সৌদি আরবে প্রবেশে ব্যর্থ হয়। এরপর তারা প্রতিবেশী দরিদ্র রাষ্ট্র ইয়েমেনে আটকা পড়ে। মূলত সেখান থেকেই ফেরার পথে এই নৌকাডুবির ঘটনাটি ঘটে।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ