আগামী ডিসেম্বর মাসে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে ঢাকায়। এজন্য উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১২ কিলোমিটার রেলপথ তৈরি শেষ করার কাজ চলছে দ্রুতগতিতে। রেলের কোচও দেশে আনা হয়েছে। কোচগুলো মোংলা বন্দর থেকে চলতি মাসের শেষের দিকে দিয়াবাড়ির ডিপোতে আনা হবে বলে জানান মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক।
দেশে করোনার দ্বিতীয় ঢেউ চললেও থেমে নেই মেট্রোরেলের নির্মাণ কাজ। ডিসেম্বর মাসে পরীক্ষামূলক চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে মেট্টোরেলের প্রথম অংশ দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১২ কিলোমিটার রেল পথ। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল অংশের বিভিন্ন পিলারের ওপর বসেছে স্প্যান।
ডিসেম্বর মাসেই মেট্রোরেলের প্রথম অংশ উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানোর পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। এরই মধ্যে এই অংশের সংযোগ স্থাপনের কাজ শেষ হয়েছে। রেলপথ বসেছে প্রায় ৮ কিলোমিটার।
করোনা অতিমারীর মধ্যে মেট্রোরেলের নির্মাণ কাজ যাতে ব্যহত না হয়, সেজন্য প্রকল্প সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি সতর্কতা নেয়া হয়েছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক।
এদিকে, জাপান থেকে মেট্রোরেলের প্রথম চালানের ৬টি কোচ দেশে এসেছে। জাপানের কোবে বন্দর থেকে কোচ নিয়ে ৩১ শে মার্চ মোংলা বন্দরে আসে একটি জাহাজ। যা ২৩ এপ্রিল উত্তরার দিয়া বাড়ির ডিপোতে আনা হবে।
মেট্রোরেলের ১৩৮টি কোচের মধ্যে জাপানে আরো ৩০টি প্রস্তুত হয়েছে, যা পর্যায়ক্রমে দেশে আসবে বলেও জানান প্রকল্প সংশ্লিষ্টরা।