রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক ফোনালাপে নাগরনো-কারাবাখ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বৃহস্পতিবার এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে রুশ প্রেসিডেন্টের সরকারি আবাস ক্রেমলিন এক বিবৃতিতে জানায়।
বিবৃতিতে বলা হয়, এ আলোচনায় দু’দেশের প্রেসিডেন্ট কারাবাখ অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে মতবিনিময় করেন। একইসাথে তারা এ অঞ্চলের মধ্যকার যোগাযোগ ব্যবস্থাগুলো পুনরায় চালু করার ব্যাপারেও কথা বলেন।
ওই বিবৃতিতে আরো বলা হয়, ৭ এপ্রিলে অনুষ্ঠিত রাশিয়া ও আর্মেনিয়ার মধ্যকার উচ্চ পর্যায়ের আলোচনার ফলাফল নিয়েও ওই ফোনালাপে কথা হয়।
রাশিয়া সমর্থিত একটি অস্ত্র-বিরতি চুক্তির মাধ্যমে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যেকার ছয় সপ্তাহের সঙ্ঘাত শেষ হয় গত নভেম্বরে। এ যুদ্ধের সময়ে আজারবাইজান বিভিন্ন গুরত্বপূর্ণ শহর ও তিন শ’র বেশি বসতি ও গ্রাম আর্মেনিয়ার দখল থেকে উদ্ধার করে তিন দশক পরে।
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দু’দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ১৯৯১ সাল থেকেই বৈরি সম্পর্ক চলে আসছে। ওই সময় আর্মেনিয়ার সামরিক বাহিনী নাগরনো-কারাবাখ ও তার সংলগ্ন সাতটি এলাকা দখল করে নেয়। এ ভূখণ্ডটি ‘আপার কারাবাখ’ নামেও পরিচিত। আন্তর্জাতিকভাবে কারাবাখ ও তার সংলগ্ন সাতটি এলাকা আজারবাইজানের অংশ বলে স্বীকৃত।
যুদ্ধবিরতি তদারকে তুরস্ক ও রাশিয়ার মধ্যে স্মারক চুক্তির আওতায় নাগরনো কারাবাখে একটি যৌথ মনিটরিং সেন্টার চালু করা হয়েছে। যৌথ এই মনিটরিং সেন্টার থেকে তুরস্ক ও রাশিয়ার সেনাবাহিনী যৌথভাবে যুদ্ধবিরতি তদারকি করছে।
সূত্র : ইয়েনি শাফাক