spot_img

বিজেপি মন্ত্রীর করোনা তাড়ানোর পূজা ভাইরাল

অবশ্যই পরুন

গত বছরের এপ্রিলে বিজেপিদলীয় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়াল ‘গো করোনা গো’ মন্ত্র পড়ে যেভাবে সবার হাসির খোরাক হয়েছিলেন, ঠিক এক বছর পর সেই এপ্রিলেই বিমানবন্দরে করোনাভাইরাস তাড়ানোর পূজা করে ভাইরাল হয়েছেন দলটির আরেক মন্ত্রী।

ইন্দোর বিমানবন্দরে করোনা তাড়ানোর এই পূজার আয়োজন করেন মধ্যপ্রদেশের পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ঊষা ঠাকুর। করোনা তাড়াতে মন্ত্রী ঊষার পূজা করার ওই ভিডিও মুহূর্তেই ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বিমানবন্দরে থাকা দেবী আহিল্যা বাই হোলকারের মূর্তির সামনে বসেই করোনা তাড়ানোর জন্য আরতি শুরু করেন মন্ত্রী। সেখানে বসে হাতে তালি দিয়ে মূর্তির সামনে মন্ত্র পড়া শুরু করেন, গাইতে থাকেন গান।

বিমানবন্দরের পরিচালক আর্যমা সন্ন্যাস ছাড়াও বিমানবন্দরের অন্যান্য কর্মীরা সেখানে এসে উপস্থিত হন। পূজায় অংশগ্রহণ করেন তারা। বিমানবন্দরের কর্মীদের মুখে অবশ্য মাস্ক থাকলেও স্বয়ং মন্ত্রী ঊষা ঠাকুরের মুখে মাস্ক ছিল না।

এর আগেও ঊষা ঠাকুর একবার দাবি করেছিলেন, গোবরের ঘুঁটে দিয়ে যজ্ঞ করলে ১২ ঘণ্টা ঘড়বাড়ি জীবাণুমুক্ত রাখা যায়। এটাও তিনি দাবি করেছিলেন যে, তার মাস্ক পরার কোনো দরকার নেই, কারণ তিনি রোজ বাড়িতে যজ্ঞ করেন এবং হনুমান চালিশা পাঠ করেন।

বিজেপির আরেক সাংসদ বীরেন্দ্র সিং মস্তও এর আগে বিতর্কিত ও ব্যাপক সমালোচিত এক দাবি করে বলেছিলেন, গরু থেকে প্রাপ্ত পাঁচটি প্রধান পদার্থ ব্যবহারের মাধ্যমে একটি ‘হাওয়ান’ করলে মহামারি করোনাভাইরাসকে দূরে রাখা সম্ভব।

উল্লেখ্য, ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরুর পর যে দশটি রাজ্যে ভাইরাসটির প্রকোপ এখন সবচেয়ে বেশি তার একটি মধ্যপ্রদেশ। এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৪৫ হাজার ৩৮৪ জন আক্রান্তের রেকর্ড হয়েছে। মৃত্যু হয়েছে ৭৯৪ জনের।

সর্বশেষ সংবাদ

মণিপুরে সহিংসতা, কারফিউ জারি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। রাজ্যটির তিনজন মন্ত্রী এবং ছয়জন বিধায়কের বাড়িতে হামলার পর এবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ