যে কারণে ব্রিটেনে ৪ লাখ শিশু মানসিক সমস্যায় সহায়তা চায়

অবশ্যই পরুন

ব্রিটেনে কোভিডের কারণে ৪ লাখ শিশু মানসিক সহায়তা চায় এবং এ চাহিদা ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।গত বছর ব্রিটেনে মানসিক স্বাস্থ্য নিয়ে সহায়তা চাওয়া ১৮ বছরের নিচে এমন শিশু-কিশোরের সংখ্যা ছিল ৩ লাখ ৭২ হাজার ৪৩৮ জন। এমন শিশুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৮০ হাজার ২২৬ জন। -ডেইলি মেইল

বাড়তি ৬ লাখ ৬২৮ জন অতিরিক্ত মানসিক চিকিৎসার জন্যে ডাক্তারদের কাছে শরণাপন্ন হয়েছে।  রয়েল কলেজ অব ফিজিয়াট্রিস্টস বলছে ১৮ বছরের কম ১৮ হাজার ২৬৯ শিশুকে জরুরি ভিত্তিতে ক্রাইসিস কেয়ারে যেতে হয়েছে।  শিশুদের এধরনের চিকিৎসা দেওয়ার পরিমান আগের বছরের চাইতে গত বছর এক পঞ্চমাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩.৫৮ মিলিয়নে। চিকিৎসকরা বলছেন কোভিড মহামারীতে বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া ও অনিশ্চয়তা তাদের মানসিক স্বাস্থ্যকে সবচেয়ে বেশি আঘাত করেছে।

দেশটির রয়েল কলেজ অব ফিজিয়াট্রিস্টস শিশু ও কিশোর অনুষদের চেয়ারম্যান ড. বারনাদকা ডুবিকা বলেন, আমাদের শিশু ও তরুণরা মহামারী সৃষ্ট মানসিক স্বাস্থ্য সঙ্কটের শিকার যা তাদের আজীবন মানসিক অসুস্থতার ঝুঁকিতে ফেলেছে।  স্কুল বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে মেলামেশা না হওয়ায় এবং কবে স্বাভাবিক জীবনে তারা ফিরতে পারবে এধরনের অনিশ্চয়তা তাদের মানসিক পীড়ার কারণ হয়ে পড়েছে।  একই কলেজের প্রধান নির্বাহী জাভেদ খান বলেন শিশুদের এধরনের মানসিক চাপ থেকে রক্ষা করতে না পারলে এধরনের নেতিবাচক প্রভাব তাদের সারাজীবন বইতে হবে।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ