ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের উপকূলে শনিবার ৬ মাত্রার একটি ভূমিকম্পের পর ছয় জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ খবর জানিয়েছে এএফপি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পূর্ব জাভার মালাং শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৮২ কিলোমিটার। সুনামি সতর্কতা জারি হয়নি।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র রাদিত্য জাতি বলেছেন, ‘ভূমিকম্পে ছয় জনের মৃত্যুর খবর পেয়েছি আমরা। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। পূর্ব জাভার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’
স্থানীয় বাসিন্দা ইদা মাগফিরোজ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটা ছিল খুবই শক্তিশালী এবং বেশ কিছুক্ষণ ধরে ভূকম্পন অনুভূত হয়। এ সময় সব কিছু দুলছিল।’
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অফ ফায়ার’-এ অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যকলাপ নিয়ে নানা দুর্যোগের মুখোমুখি হয়। ‘রিং অফ ফায়ারে’ অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ হয় মাঝেমধ্যেই।
২০১৮ সালে সুলাওয়েসি দ্বীপের পালুতে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প এবং এরপর সুনামির আঘাত হানার কারণে ৪ হাজার ৩০০ মানুষ প্রাণ হারান কিংবা নিখোঁজ হন।
২০০৪ সালের ২৬ ডিসেম্বর সুমাত্রার উপকূলে ৯ দশমিক ১ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে এবং সুনামির সূত্রপাত ঘটে; যাতে ওই অঞ্চলে মোট ২ লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হয়। এর মধ্যে ১ লাখ ৭০ হাজারই ইন্দোনেশিয়ার মানুষ।