spot_img

মেসি বার্সেলোনাতেই থাকবেন প্রত্যাশা জিদানের

অবশ্যই পরুন

বার্সেলোনায় আগামী মৌসুমে নাও থাকতে পারেন লিওনেল মেসি। চুক্তি শেষ হয়ে যাওয়ায় নতুন ঠিকানা খুঁজে নিতে পারেন আর্জেন্টাইন এ তারকা। ফলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আজকের ম্যাচ হতে পারে লিওনেল মেসির শেষ এল ক্ল্যাসিকো। তবে রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান এমনটা চান না। তার প্রত্যাশা মেসি বার্সেলোনাতেই থাকবেন, বার্সেলোনা ছেড়ে অন্য কোথাও যাবেন না। এল ক্ল্যাসিকোর আগে সংবাদ সম্মেলনে জিদান এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

শুক্রবার জিনেদিন জিদান বলেন, ‘লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যাক তা আমি চাই না। এটাই তার শেষ এল ক্ল্যাসিকো হোক তাও আমি চাই না। তাকে বার্সেলোনায় থাকতে দেন। সেখানে সে ভালো আছে। সে যদি বার্সেলোনাতে থাকে তাহলে তা লা লিগার জন্য ভালো হবে।’

মেসি অবশ্য এল ক্ল্যাসিকোতে এ সময়ে ভালো করতে পারছেন না। ২০১৭-১৮ মৌসুমে এল ক্ল্যাসিকোতে সর্বশেষ গোল করেন তিনি। এ বিষয়ে জিদান বলেন, ‘মেসি কোন মানের খেলোয়াড় তা আমরা সবাই জানি। সে হয়তো গোল করতে পারছে না কিন্তু মাঠে সে কি করতে পারে তা আমরা জানি। বার্সেলোনার বিপক্ষে আমরা আবার খেলতে যাচ্ছি। তাদের শক্তি সম্পর্কেও আমরা জানি।’

কঠিন এক পরিস্থিতির মুখে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মুখোমুখি হচ্ছে। এ ম্যাচে হারলে তাদের শিরোপা জয়ের দৌড়ে থাকাটা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তবে জিদান তেমনটা ভাবছেন না। তিনি বলেন, ‘আমি মোটেও তেমনটা ভাবছি না। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে লড়বো। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। শুধুমাত্র অ্যাতলেতিকো মাদ্রিদ সুবিধাজনক অবস্থায় রয়েছে। আমরা শেষ সময় পর্যন্ত লড়াই করে যাব। এটা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক লিগ। শেষ পর্যন্ত কাদের হাতে শিরোপা উঠবে তা লিগ শেষ হবার আগে বলা কঠিন। এখনো খেলার অনেক বাকি।’

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ