spot_img

করোনায় আক্রান্ত এমপি ডিউক

অবশ্যই পরুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। শুক্রবার (৯ এপ্রিল) রাতে ঢাকা এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ।

৭ এপ্রিল নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হন ডিউক চৌধুরী। এরপর থেকে তিনি চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বাসায় থেকেই নিয়মিত চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করছেন ডিউক চৌধুরী।

এদিকে শুক্রবার (৯ এপ্রিল) জুমার নামাজের পর ডিউক চৌধুরীর সুস্থতা কামনায় বদরগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে তার পরিবার ও উপজেলা আওয়ামী লীগ। এছাড়া বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় তার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে।

আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে রংপুর-২ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। দশম জাতীয় সংসদের মেয়াদে তিনি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ