spot_img

ভারতে টিকার ট্রায়াল চালানোর আবেদন জনসনের

অবশ্যই পরুন

নিজেদের উদ্ভাবিত করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর জন্য ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছে যুক্তরাষ্ট্রের কোম্পানি জনসন অ্যান্ড জনসন। সূত্রের খবর, ‘ড্রাগস কনট্রোলার জেনারেল অব ইন্ডিয়া’র সঙ্গে এ বিষয়ে কথাও চালাচ্ছে তারা।

জনসন অ্যান্ড জনসনের তৈরি এক ডোজের করোনা টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, থাইল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাসহ বেশ কিছু দেশ। এবার ভারতের বাজারে টিকা ব্যবহারের অনুমোদন পাওয়ার জন্য কোম্পানিটি প্রচেষ্টা চালাচ্ছে।

সূত্রের বরাতে কলকাতার বাংলা দৈনিক শুক্রবারের এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, জনসন ইতোমধ্যেই ভারতের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘বায়োলজিক্যাল-ই লিমিটেড’র সঙ্গে তাদের উদ্ভাবিত টিকা তৈরির বিষয়ে চুক্তিও সেরে ফেলেছে।

ভারতে এখন দুটি কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে। একটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এবং সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তৈরি করোনা টিকা কোভিশিল্ড। অপরটি ভারতের জৈবপ্রযুক্তি কোম্পানি ভারত বায়োটেকের উদ্ভাবিত ও তৈরি টিকা কোভ্যাক্সিন।

রাশিয়ার উদ্ভাবিত করোনার টিকা ‘স্পুটনিক-৫’ ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে বলে ওই প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

দৈনিক রেকর্ড এক লাখ ৩১ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার মধ্যে ভারতে এখন টিকাদান কর্মসূচি জোরদার করার চেষ্টা চলছে। দেশটির বাজারে ব্যবহারের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে কিছু টিকা। সেই তালিকায় যুক্ত হলো জনসন অ্যান্ড জনসন।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ