শুক্রবার পর্দা উঠেছে আইপিএলের ১৪তম আসরের। উদ্বোধনী দিনে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যেখানে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি।
এই ম্যাচে মুম্বাইয়ের হয়ে ইনিংস উদ্বোধনে করবেন রোহিত শর্মা ও ক্রিস লিন। দলটির পক্ষে তিন নম্বরে দেখা যাবে সুরইয়া কুমার ইয়াদবকে। আইপিএলে নিয়মিত পারফর্ম করা এই ব্যাটসম্যান আগের আসরে দুর্দান্ত পারফর্ম করে কিছুদিন আগেই ভারতের জাতীয় দলে জায়গা পেয়েছেন।
দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিশানও সম্প্রতি খেলেছেন ভারতের হয়ে। দলটির মিডল অর্ডারে ভরসা যোগাবেন দুই ভাই হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া। এছাড়াও আছেন কাইরন পোলার্ড। বোলিংয়ে দলটির মূল ভরসা জাসপ্রিত বুমরাহ, আছেন কিউই ট্রেন্ট বোল্টও।
অন্যদিকে বেঙ্গালুরু ইনিংস উদ্বোধনেও দেখা যাবে অধিনায়ক বিরাট কোহলিকে, তার সঙ্গী হিসেবে থাকবেন রাজাত পাতিদার। তিন নম্বরে খেলতে নামবেন বিধ্বংসী এবিডি ভিলিয়ার্স, এরপরই আসবেন আরেক মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।
মিডল অর্ডারে থাকবেন ড্যানিয়েল ক্রিস্টান ও ওয়াশিংটন সুন্দর। বোলিংয়ে দলটির মূল ভরসার নাম লেগ স্পিনার ইউজবেন্দ্র চাহাল ও মোহাম্মদ সিরাজ।
মুম্বাইয়ের একাদশ :
রোহিত শর্মা, ক্রিস লিন, সুরইয়া কুমার ইয়াদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, মার্কো জেনসন, জায়ান্ত ইয়াদব, ট্রেন্ট বোল্ট ও জাসপ্রিত বুমরাহ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একাদশ :
বিরাট কোহলি, রাজাত পাতিদার, এবিডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল ক্রিস্টান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিনসন, শাহবাজ আহমেদ, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ইউজবেন্দ্র চাহাল।