spot_img

পিএসজি ছাড়তে চান এমবাপে!

অবশ্যই পরুন

আগামী বছরের জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে কিলিয়ান এমবাপের। তাই এখন থেকে দলটি এ তারকার সঙ্গে নতুন করে চুক্তির চেষ্টা চালাচ্ছে। তবে স্পেনিশ সংবাদ মাধ্যম কুয়ার্তো এবং ক্যাডেনা সার জানিয়েছে, চুক্তি শেষ হলেই পিএসজি ছাড়বেন ফরাসি এ ফরোয়ার্ড। এমন ইচ্ছেই নাকি প্রকাশ করেছেন তিনি।

জানা গেছে এমবাপে জানিয়ে দিয়েছেন তিনি বর্তমান চুক্তি আর নবায়ন করতে চান না। তিনি অন্যত্র চলে যেতে চান। স্পেনিশ সংবাদ মাধ্যম কুয়ার্তো এবং ক্যাডেনা সার জানিয়েছে এমবাপ্পে ক্লাব কর্তৃপক্ষের কাছে তার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন।

বুধবার এমবাপের জোড়ায় ৩-২ গোলে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার পথে অনেকটা এগিয়ে গেছে পিএসজি। কিন্তু তারপরও এ তারকা নতুন করে ফরাসি ক্লাবটির সঙ্গে আর চুক্তি করতে চান না। তার ইচ্ছা রিয়াল মাদ্রিদে যোগ দেয়া। রিয়ালও অনেক দিন থেকেই তাকে দলে নেয়ার আগ্রহের কথা প্রকাশ্যেই জানিয়ে আসছে।

এরআগে ২০১৭ সালে মোনাকোর কাছ থেকেই এমবাপেকে নিতে চেয়েছিল রিয়াল। কিন্তু তখন তার জন্য যে পরিমান অর্থ তারা দিতে চেয়েছিল তার চেয়ে বেশী অর্থ দিয়ে পিএসজি তাকে কিনে নেয়।

চার মৌসুম ধরে পিএসজিতে খেলছেন এমবাপে। এ সময়ে তিনি ক্লাবের হয়ে ১৬২টি ম্যাচ খেলে ১২২টি গোল করেছেন। ক্লাবকে ঘরোয়া ফুটবলে সাফল্যও এনে দিয়েছেন তিনি। এখন দেখার বিষয় তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় পিএসজি।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ