spot_img

লকডাউন শিথিল করছে আয়ারল্যান্ড

অবশ্যই পরুন

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় আগামী ১২ এপ্রিল থেকে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড সরকার।

এত দিন বাইরে বের হওয়ার সুযোগ না থাকলেও সোমবার (৫ এপ্রিল) থেকে আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন দেশটির নাগরিকরা। সরকারের এমন ঘোষণায় স্বস্তি নেমে এসেছে জনমনে।

আয়ারল্যান্ডে এখন বসন্ত চলছে। জীর্ণ গাছগুলোও যেন হেসে উঠেছে নতুন পাতায়।

এমন অবস্থার মধ্যে গত ক’দিন ধরে আয়ারল্যান্ডে কমেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। আর তাই আগামী ১২ এপ্রিল থেকে লকডাউন শিথিলের ঘোষণা দিল আইরিশ সরকার।

দীর্ঘদিনের বন্দিজীবনের অবসানে স্বস্তি নেমেছে জনমনে। পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে বাইরে বের হওয়ার অপেক্ষায় আয়ারল্যান্ডবাসী।

লকডাউন শিথিল করা হলেও বাইরে বের হলে কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। ব্যবহার করতে হবে মাস্ক, নিশ্চিত করতে হবে সামাজিক দূরত্ব।

চলতি মাসের শেষের দিকে শুধু করোনা ভ্যাকসিন নেওয়া পরিবার একে অপরের সঙ্গে দেখা করতে পারবেন বলে জানিয়েছে আয়ারল্যান্ড সরকার।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ