রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে বাড়ছে শয্যা

অবশ্যই পরুন

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ কারণে রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোট ৭০০ থেকে ৮০০ শয্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এসময় সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

সচিব বলেন, ‘কিছুক্ষণ আগে হৃদরোগ ইনস্টিটিউটে গেছি, সেখানে আরও ২০০ বেড বাড়ানোর কাজ শুরু হবে। পর্যায়ক্রমে বক্ষব্যধি হাসপাতালসহ অন্যান্য স্থানে ৭০০ থেকে ৮০০ বেড বৃদ্ধি করার চেষ্টা করব।’

সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই দাবি করে লোকমান হোসেন মিয়া বলেন, ‘আপনারা সীমাবদ্ধতার কথা জানেন। স্বাস্থ্য সেবার সঙ্গে যারা সম্পৃক্ত সবাই আন্তরিকভাবে কাজ করছে।’

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর আমার আজকে তৃতীয় দিন। গতকাল সারাদিন আমাদের মিটিং ছিল। উত্তর সিটি করপোরেশনে এক হাজার ২৫০ বেডের হাসপাতাল হচ্ছে, সেখানে প্রায় আড়াইশ আইসিইউ থাকবে। এটা অচিরেই উদ্বোধন হবে।

টিকার বিকল্প উৎস খুঁজে পেয়েছেন কি না- জানতে চাইলে লোকমান হোসেন মিয়া বলেন, ‘সব চলছে, সব প্রচেষ্টা চলতেছে, ইনশাআল্লাহ।’

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ