করোনায় নানা বাধা থাকার পরেও সরকার উন্নয়ন প্রকল্পের কাজ অব্যাহত রেখেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মকে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, ৪১ সালে হবে উন্নত সমৃদ্ধশীল দেশ। আমরা দেশকে এগিয়ে নিতে কাজ চালিয়ে যাচ্ছি। সব পর্যায়ে কাজ হয়েছে বলেই মাত্র ১২ বছরে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ।
বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, করোনার থাবায় সারা বিশ্বের মতো বাংলাদেশের উন্নয়নেও এসেছে স্থবিরতা। তবুও সব বাধা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে সরকার। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাও এখন বিশ্বের বুকে উদাহরণ।
দেশের উন্নয়নের জন্য বিসিএস কর্মকর্তাদের সাধারণ মানুষের পাশে থেকে আন্তরিকভাবে কাজ করা আহ্বান জানান প্রধানমন্ত্রী।