spot_img

গৃহস্থালি কাজে কলার খোসার ব্যবহার

অবশ্যই পরুন

কলা খাওয়ার পর এর খোসাকে আমরা ফেলে দেই। কিন্তু আপনি কি জানেন এই ফলের খোসা গৃহস্থালির কাজে ব্যবহার করা যায়। আসুন সেগুলো একটু জেনে নেই:

মাংস নরমের কাজে:

মাংস রান্নার আগে কলার খোসার কুচি দিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। মাংস নরম হয়ে যাবে দ্রুত।

জুতা চকচকে:

জুতা পালিশ করতেও দারুণ কাজে আসে কলার খোসা। এক টুকরো কলার খোসা চামড়ার জুতার ওপর ভালো করে ঘষুন। চকচকে হবে জুতা।

রূপার গয়না চকচকে:

অনেকদিন ধরে রূপার গয়না অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে তা ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। কলার খোসা পেস্ট করে খানিকটা পানি মিশিয়ে পাতলা করে নিন। মিশ্রণটি দিয়ে গয়না পরিষ্কার করে নিন। আগের মতো চকচকে হয়ে যাবে।

সর্বশেষ সংবাদ

টিকটকের সব কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে কানাডা

সময়ের সঙ্গে বেড়েই চলেছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের জনপ্রিয়তা। তবে অনেকেই নিরাপত্তার সংকটের কথাও বলেন। এবার জাতীয় নিরাপত্তার স্বার্থে...

এই বিভাগের অন্যান্য সংবাদ