spot_img

ওমানে ৮ এপ্রিল থেকে নিষিদ্ধ হচ্ছে বহিরাগতদের প্রবেশ

অবশ্যই পরুন

পারস্য উপসাগরীয় দেশ ওমানে শুধু দেশটির নাগরিক ও স্থায়ী বসবাসকারীরা প্রবেশ করতে পারবেন। আগামী ৮ এপ্রিল থেকে কোনো বহিরাগতই দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

করোনা সংক্রমণ বাড়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার ওমানের করোনা বিষয়ক কমিটির বরাত দিয়ে এই সংবাদ জানায় বার্তা সংস্থা রয়টার্স।

ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, যতদিন না পবিত্র রমজান মাস শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই কমিটি সন্ধ্যা থেকে সকল ধরনের বাণিজ্যিক কার্যাবলীতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এতে আরো বলা হয়েছে, ২৮ মার্চ তারিখে রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত সাধারণ মানুষ ও যানবাহনের চলাচলের ওপর যে কারফিউ দেয়া হয়েছিল, তা তুলে নেয়া হবে। এরপর নতুন করে ৮ এপ্রিল থেকে পুরো রমজান মাসে রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ দেয়া হবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ