spot_img

আইপিএলের শিরোপা জিতবে দিল্লি : পন্টিং

অবশ্যই পরুন

এখনও পর্যন্ত আইপিএলের শিরোপা জেতা হয়নি দিল্লি ফ্র্যাঞ্চাইজির। নাম বদলে দিল্লি ডেয়ারডেভিলস থেকে দিল্লি ক্যাপিট্যালস হওয়ার পরেও মেলেনি ভাগ্যের ছোঁয়া। তবে গত দুই মৌসুমে তাদের পারফরম্যান্সের উন্নতি হয়েছে তা মানতেই হবে।

২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত টানা ছয় মৌসুম প্রথম রাউন্ডেই বাদ পড়ে গিয়েছিল দিল্লি। এরপর ২০১৯ সালের আসরে সেরা চারে ওঠে তারা। আর গতবছর আরব আমিরাতে হওয়া আইপিএলে স্বপ্নভঙ্গ হয়েছে ফাইনালে পৌঁছে, মুম্বাই ইন্ডিয়ানসের কাছে হেরে।

তবে এবার আর সেই ভুল হবে না বলে আত্মবিশ্বাস রয়েছে দিল্লির হেড কোচ রিকি পন্টিংয়ের। তার স্পষ্ট বিশ্বাস, এবার আইপিএলের শিরোপা জিতবে দিল্লি ক্যাপিট্যালসই। ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন পন্টিং।

তার ভাষ্য, ‘আমি মনে করি, আমরা এবার আইপিএল জিতবো। এটা পরিষ্কার। গত কয়েক মৌসুমের রেকর্ডও এ কথাই বলবে। এটা (শিরোপা) জিততেই খেলোয়াড়রা এসেছে, আমিও এখানে এ কারণেই আছি। আমাদের আজকেও কথা হয়েছে এবং সবাই জেতার কথাই বলেছে বারবার।’

তিনি আরও যোগ করেন, ‘সবার কথা একটাই, গতবারের চেয়ে এক ধাপ ওপরে যেতে হবে এবার। তবে এবার গুরুত্বপূর্ণ বিষয় হলো, গতবারের চেয়ে এবারের দলটা বেশ আলাদা। এখন গতবছর যা হয়েছে সেটা গুরুত্ব রাখে না, আমাদেরকে এ বছর করে দেখাতে হবে। যাতে আমরা কোয়ালিফাই করার মতো যথেষ্ঠ ম্যাচ জিতি এবং পরে ফাইনাল জিততে পারি।’

এসময় দলের শক্তিমত্তার দিকে ইঙ্গিত দিয়ে পন্টিং বলেন, ‘তো যেটা বললাম, আমরা এখানে জিততে এসেছি। আমার মতে, গতবারের চেয়ে এবারের স্কোয়াড আরও শক্তিশালী। নিলাম থেকে আমরা যথেষ্ঠ ভালো খেলোয়াড় নিতে পেরেছি। আমাদের ব্যাকআপ খেলোয়াড়রাও দারুণ। এ দলে যারা আছে সবার ব্যাপারে আমি রোমাঞ্চিত।’

দিল্লির সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, পৃথ্বি শ, অজিঙ্কা রাহানে, রিশাভ পান্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, এনরিচ নরকিয়া এবং উমেশ যাদব।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ