গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন মোট তিন হাজার ৮৩৩ জন যাত্রী। এরমধ্যে রাশিয়া থেকে ফেরা মোট ২৬০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এছাড়া বাকিদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
এ নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর থেকে মঙ্গলবার (৬ এপ্রিল) পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো যাত্রী সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ২৩৭ জনে।
বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাশিয়া থেকে আসা ২৬০ জন যাত্রী রূপপুর পারমানবিক প্রকল্পে কর্মরত। তারা রূপপুরেই সরকারি উদ্যোগে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন। গতকাল ২৮০ জনের ফেরার কথা থাকলেও ২৬০ জন ফিরেছেন।’