টাঙ্গাইলের কালিহাতীতে সেফটি ট্যাংক থেকে চান মিয়া (৩৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলার বাঁশি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি কালিহাতী থানার এসআই সিদ্দিক হোসেন নিশ্চিত করেছেন।
চান মিয়া ওই এলাকার মনতা মিয়ার ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে পরকীয়া বাঁচাতেই নিজ স্বামীকে হত্যা করেছে স্ত্রী।
স্থানীয়রা জানান, চান মিয়ার স্ত্রী রেজিয়া বেগমের সাথে ওই এলাকার রড মিস্ত্রি রিপনের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। গত শনিবার (৩ এপ্রিল) থেকে চান মিয়া নিখোঁজ হয়। এ বিষয়ে সোমবার (৫ এপ্রিল) রাতে কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। মঙ্গলবার সকালে সেফটি ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় কাউন্সিলর মুক্তার আলী বলেন, সকালে পুলিশ লাশ উদ্ধারের সময় ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করে। গৃহবধূ জবানবন্দিতে পুলিশকে জানায়, সে তার স্বামীকে হত্যা করেছে। গুম করার জন্য তিন সহযোগীকে সঙ্গে নিয়ে বাড়ীর সেফটি ট্যাংকে লাশটি ফেলে রাখে। গৃহবধূর দেওয়া তথ্য অনুযায়ী হত্যার সময় ব্যবহৃত ছুরি, রক্তমাখা বালিশ ও লেপ তাদের ঘরের সিলিং থেকে উদ্ধার করে আলামত হিসেবে থানায় নিয়ে গেছে পুলিশ। সব মিলে মনে হচ্ছে পরকীয়ার জের ধরেই চান মিয়াকে হত্যা করেছে তার স্ত্রী। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
কালিহাতী থানার এসআই সিদ্দিক হোসেন বলেন, সকালে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।