spot_img

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

অবশ্যই পরুন

ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনীল দেশমুখের বিরুদ্ধে পুলিশের সাবেক এক কর্মকর্তার আনা অভিযোগের ব্যাপারে আদালত তদন্তের নির্দেশ দেওয়ার পর পদত্যাগ করেছেন তিনি। সোমবার নীতিগত কারণ দেখিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এই স্বরাষ্ট্রমন্ত্রী।

গত ফেব্রুয়ারিতে এশিয়ার শীর্ষ ধনী মুম্বাইয়ের মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি উদ্ধারের পর এই ঘটনার জেরে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ব্যাপক আলোড়ন তুলেছে। বিস্ফোরক বোঝাই এই গাড়ি উদ্ধারের পর দেশটির জাতীয় তদন্ত সংস্থা পুলিশের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করে এবং মুম্বাইয়ের পুলিশ কমিশনারকে বদলি করা হয়।

শিব-সেনা নেতৃত্বাধীন মহরাষ্ট্রের রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সদস্য ও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনীল দেশমুখ মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো পদত্যাগপত্রে বলেছেন, ‌‘আদালতের নির্দেশের পর দায়িত্ব চালিয়ে যাওয়ার নৈতিক অধিকার আমার নেই। আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। দয়া করে আমাকে অব্যাহতি দিন।’

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শারদ পাওয়ার সবুজ সংকেত দেওয়ার পর পদত্যাগপত্র হস্তান্তর করেন মন্ত্রী অনীল দেশমুখ। কয়েক সপ্তাহ ধরে পদত্যাগের দাবি উঠলেও তা পাত্তা দেননি তিনি। একই সঙ্গে তিনি কোনো ধরনের ভুল করেননি বলে দাবি করেন।

মুম্বাই পুলিশের সাবেক কমিশনার পরম বীর সিং গত সপ্তাহে আদালতকে বলেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে মন্ত্রী অনীল দেশমুখের বিরুদ্ধে পুলিশকে চাঁদাবাজির নির্দেশসহ বেশ কিছু অভিযোগ করার কারণে তাকে বেআইনিভাবে বদলি করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা মন্ত্রীর চাঁদাবাজির নির্দেশ পালন না করায় তাকে বদলি করা হয়েছে বলে অভিযোগ করেন। আদালত এই অভিযোগ আগামী ১৫ দিনের মধ্যে তদন্তের পর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আম্বানির বাসার সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ির উদ্ধারের ঘটনায় ক্ষমার অযোগ্য অপরাধের কারণে পরম বীর সিংকে বদলি করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অনীল দেশমুখ মন্তব্য করার পর আদালতের দ্বারস্থ হন পুলিশের এই কর্মকর্তা। মুম্বাই পুলিশের সাবেক এই প্রধান বলেন, মন্ত্রী অনীল দেশমুখ প্রত্যেক মাসে রাজ্যের বিভিন্ন বার এবং রেস্টুরেন্ট থেকে ১০০ কোটি চাঁদা তুলে দিতে হবে বলে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। মন্ত্রীর সেই নির্দেশ না পালন করায় বেআইনিভাবে মুম্বাই পুলিশ থেকে তাকে বদলি করা হয়েছে।

এদিকে, রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বলছে, তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে জেনে স্বরাষ্ট্রমন্ত্রী অনীল দেশমুখ পদত্যাগ করেছেন। বেআইনিভাবে পুলিশ কর্মকর্তাকে বদলির দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে বিজেপি।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ