spot_img

আমেরিকায় বহু দিন ধরেই ন্যায়বিচার নেই : কংগ্রেস সদস্য ইলহান ওমর

অবশ্যই পরুন

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমর কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বহু দিন ধরেই মার্কিন সমাজে ন্যায় বিচার নেই।

সিএনএন টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন। ইলহান ওমর আরও বলেছেন, ৮ মিনিট ৪৬ সেকেন্ডে জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়েছে। কিন্তু এর আগে এ বিষয়ে অসত্য তথ্য তুলে ধরা হয়েছিল। বলা হয়েছিল মৃত্যুর জন্য সময় লেগেছে ৯ মিনিট ২৬ সেকেন্ড।

এ সময় তিনি বলেন, বর্তমান অ্যাটর্নি জেনারেল ও অন্য অ্যাটর্নিদের প্রতি আস্থা রয়েছে। জর্জ ফ্লয়েডের আইনজীবীর সঙ্গে আচরণের নিন্দা জানান তিনি। ইলহান ওমর আরো বলেন, ফ্লয়েডের বিচারপ্রক্রিয়া মার্কিন সমাজের অনেক অন্যায়কেই সবার সামনে স্পষ্ট করে দিচ্ছে।

২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে নির্মমভাবে নিহত হন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। প্রকাশ্যে শহরের রাস্তায় ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধে ফ্লয়েডকে হত্যা করে ৪৪ বছর বয়সী পুলিশ অফিসার ডেরেক।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ