করোনা মহামারির মধ্যে অনুষ্ঠিত বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নির্বাচনে প্যানেল লিডার ফারুক হাসানের সম্মিলিত পরিষদ বিজয়ী হয়েছে। নির্বাচনে তাদের ২৪ জন প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে ফোরামের ১১ জন প্রার্থী জয়ী হয়েছেন।
রোববার (৪ এপ্রিল) রাজধানীর হোটেল রেডিসন ব্লু এবং চট্টগ্রামে বিজিএমইএ-এর নিজস্ব আঞ্চলিক কার্যালয়ে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। দুয়েকটি অভিযোগ-আপত্তি থাকলেও দিনভর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিজয়ী পরিচালকরা আগামী দুই বছরের জন্য সংগঠনের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।
নির্বাচনে বিজয়ের পর সম্মিলিত পরিষদে প্যানেল লিডার ফারুক হাসান উপস্থিত সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়ায় বলেন, আমার প্রথম চেষ্টাই থাকবে এখাতকে রক্ষা করা এজন্য সরকার ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের যৌক্তিক দাবিগুলো আদায় করা।
নির্বাচনে ঢাকায় ১ হাজার ৮৫৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬০৪ জন। চট্টগ্রামে ৪৬১ ভোটের মধ্যে ভোট দিয়েছেন ৩৯২ জন। নির্বাচনে গড়ে ৮৬ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে।