মহামারি করোনাভাইরাসে শুক্রবারের তুলনায় শনিবার বিশ্বজুড়ে মৃতের সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় (রোববার) আরও সাড়ে ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে এ ভাইরাসে। এতে মোট প্রাণহানি ২৮ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। দিনে সর্বোচ্চ ১২শ’র বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। এ নিয়ে দেশটিতে ৩ লাখ ৩১ হাজার ছাড়াল মোট প্রাণহানি হলো। রবিবারও দেশটিতে ৩১ হাজারের বেশি মানুষের দেহে মিলল ভাইরাসটি।
ইন্দোনেশিয়া দৈনিক মৃত্যু হয়েছে ৪ শতাধিক, যা দেশটির করোনা ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া, ইতালি ও রাশিয়ায় ৩ শতাধিক মৃত্যু রেকর্ড করা হয়েছে একদিনে।
এছাড়াও যুক্তরাষ্ট্রে রবিবার প্রাণ হারিয়েছেন ২৭০ জন, যা দেশটিতে গেল বছরের মার্চের পর সর্বনিম্ন দৈনিক প্রাণহানি।
এখন পর্যন্ত এ ভাইরাস থেকে গোটা বিশ্বে সুস্থ হয়েছেন ১০ কোটি ৬১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন।
সোমবার (৫ এপ্রিল) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২০ হাজার ৩৩১ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৭০৩ জন।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৯৫৬ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৫৩০ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৭ হাজার ৫২১ জন।
বিশ্বে করোনায় বিপর্যস্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এশিয়ার মধ্যে ভারত করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৯২০ জন। মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ১৩২ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লাখ ৭৯ হাজার ৯৫৮ জন।
করোনাভাইরাস শনাক্তের তালিকায় রাশিয়াকে ছাড়িয়ে চারে উঠে এসেছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ৪৮ লাখ ২২ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯৬ হাজার ৬৭৮ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৬২৪ জন।
এদিকে তালিকার পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত ১ লাখ ৩৭৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত ৪৫ লাখ ৮০ হাজার ৮৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪২ লাখ ৪ হাজার ৮১ জন।
এরপর করোনাভাইরাস শনাক্তের দিক থেকে তালিকায় রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক, স্পেন ও জার্মানি। আর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।