spot_img

ফকরকে ‘ধাপ্পা’ দিয়ে রান-আউট; জরিমানা গুনছেন ডি কক

অবশ্যই পরুন

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোববার ফেক ফিল্ডিং করে পাকিস্তান ওপেনার ফখর জামানকে রান আউট করেন কুইন্টন ডি কক। এজন্য তিনি মাঠে শাস্তি পাননি। তবে পার পাননি। ঠিকই আলোচিত ঐ ঘটনার জন্য তাকে বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে।

ক্রিকেটে যত আধুনিকতা আসছে ততই সচেতনতা বাড়ছে ক্রিকেটারদের। ফেক ফিল্ডিং এখন তাই দেখা যায় না বললেই চলে। তবে পাকিস্তানের বিপক্ষে ফেক ফিল্ডিং করে নিন্দিত হয়েছেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক কুইন্টন ডি কক। দেরিতে হলেও তাকে সাজা দিয়েছে আইসিসি।

রোববার দারুণ খেলতে থাকা ফখর জামানকে ফেক ফিল্ডিংয়ের সহায়তা নিয়ে আউট করেন ডি কক। দলের অন্যরা ব্যর্থতার পরিচয় দিলেও ফখর একাই লড়ছিলেন প্রোটিয়াদের বিপক্ষে। ১৫৫ বলে ১৯৩ রান করেছিলেন ১৮টি চার ও ১০টি ছক্কার সাহায্যে। শেষ ওভারে জয় থেকে দূরে সরে গেলেও দ্বিশতকের সুযোগ সৃষ্টি করেছিলেন। কিন্তু ডি কক ফেক ফিল্ডিংয়ে রান আউট করে সেই সম্ভাবনা শেষ করে দেন।

লুঙ্গি এনগিডির বল লং অফে ঠেলে দুই রানের জন্য দৌড়াচ্ছিলেন সফখর। এমন সময় ডি কক বোলারের দিকে এমন ইঙ্গিত করে, যাতে মনে হয় বল বোলারের দিকে যাচ্ছে। অথচ বল ছিল ডি ককের হাতে। দ্বিধাগ্রস্ত ফখর দৌড়ের গতি কমিয়ে পেছনে তাকাতেই ডি কক স্ট্যাম্প ভেঙ্গে দেন।

মাঠে কোনো শাস্তি পাওয়া থেকে বেঁচে গেলেও ম্যাচ শেষে বড় অঙ্কের জরিমানা গুণতে হয়েছে ডি কককে। তাকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ