spot_img

বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়া ও তিমুরে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি

অবশ্যই পরুন

প্রবল বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়া ও তিমুরে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। সোমবার দু’দেশের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায় এ তথ্য।

বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী অন্তত ৭টি গ্রাম প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত। ইন্দোনেশিয়ার অংশে প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪১ জন।

ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ২৭ গ্রামবাসী এখনো নিখোঁজ রয়েছে। আরও ৯ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রবল পানির তোড়ের মাঝেও চলছে উদ্ধার তৎপরতা।

এদিকে, তিমুরের অংশে বন্যা-ভূমিধসে প্রাণ হারিয়েছেন ১১ জনের মতো। বেসরকারি হিসাবে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা না গেলেও আরও কিছুদিন এ পরিস্থিতি স্থায়ী হবে এমনটা আশঙ্কা কর্তৃপক্ষের।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি বোমা নিক্ষেপ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। পুলিশ জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত সিজারিয়া শহরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ