spot_img

নিহত পুলিশ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য আত্মাহুতি দিয়েছেন

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় মৃত্যু পুলিশ কর্মকর্তা জন্য শোক জানিয়েছেন। পুলিশ কর্মকর্তা উইলিয়াম বিলি ইভানসের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় ‘মর্মাহত’ জানিয়ে তার সম্মানে হোয়াইট হাউসে অর্ধনমিত পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন উল্লেখ করেছেন, ‘তিনি ঘটনার পর থেকেই সার্বক্ষণিক খোঁজ রাখছেন। পুরো ঘটনার তদন্তের অগ্রগতি নিয়েও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।’

মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসিও ক্যাপিটল হিলে পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়ে শোক জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে জানান, ‘নিহত পুলিশ কর্মকর্তা উইলিয়াম বিলি ইভানস যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য আত্মাহুতি দিয়েছেন।’

ক্যাপিটল পুলিশ জানিয়েছে, কংগ্রেসের সুরক্ষা চৌকি অতিক্রম করে হামলাচেষ্টায় বাধা দিতে গিয়ে নিহত উইলিয়াম বিলি ১৮ বছর ধরে ক্যাপিটল পুলিশে কর্মরত ছিলেন। আহত আরেক পুলিশ কর্মকর্তার অবস্থা এখন স্থিতিশীল।

এর আগে শুক্রবার নীল রঙের একটি গাড়িতে চড়ে ক্যাপিটল হিলের সুরক্ষা চৌকি অতিক্রমের চেষ্টা করে ২৫ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ যুবক। নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দিতে গেলে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। এসময় পুলিশের গুলিতে হামলাকারী নোয়াহ গ্রিনও নিহত হয়।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ