spot_img

মিয়ানমারে বিক্ষোভকারীদের পাশে ১০ বিদ্রোহী সংগঠন

অবশ্যই পরুন

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে সংহতি প্রকাশ করেছে ১০টি শীর্ষস্থানীয় বিদ্রোহী সশস্ত্র সংগঠন। নিজেদের মধ্যে ভার্চুয়াল এক বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয় তারা। খবর ব্যাংকক পোষ্টের।

বিদ্রোহী রেস্টোরেশন কাউন্সিল অব শান স্টেট’র নেতা জেনারেল ইয়াউদ সের্ক বলেন, ‘এ ঘটনায় সামরিক বাহিনীর নেতাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’

গত সপ্তাহে জাতিগত বিদ্রোহী সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে সামরিক সরকার এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করার প্রসঙ্গে তিনি বলেন, ‘যুদ্ধবিরতি কার্যকর করতে নিরাপত্তারক্ষীদের সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। বিক্ষোভকারীদের ওপরও কোনো সহিংসতা চালানো যাবে না।’

গত ফেব্রুয়ারি মাসের ১ তারিখে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকেই চলছে বিক্ষোভ। বিক্ষোভে পাল্টা আক্রমণ চালায় সামরিক জান্তা সরকার। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে গত দুই মাসে সেনাবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ৫৫০’র বেশি মানুষ নিহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ