spot_img

নিউজিল্যান্ড থেকে দেশে ফিরল টাইগাররা

অবশ্যই পরুন

সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে গত ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। করোনাকালে এটিই ছিল তাদের প্রথম বিদেশ সফর। সে সফর শেষ করে আজ (রবিবার) দেশে ফিরেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা।

বাংলাদেশ দলকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি সকাল ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান।

প্রায় ৪০ দিনের সফর শেষ করে দেশে ফিরল ক্রিকেট দল। তবে এ সফর থেকে খালি হাতে আসতে হয়েছে তাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রাপ্তির খাতা শূন্যই রয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হয়েছে একই পরিণতি।

নিউজিল্যান্ডে খেলতে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে এখনো জয়ের মুখ দেখা হয়নি বাংলাদেশ দলের। এর আগে তিন ফরম্যাট মিলিয়ে ২৬টি ম্যাচে জয় বঞ্চিত ছিল টাইগাররা। এবারও সে খরা কাটানো গেল না। এবার সফরে টানা ৬টি ম্যাচ হারের ফলে পরিসংখ্যানে ৩২ ম্যাচ জয়হীন বাংলাদেশ দল।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ