সরকার ঘোষিত লকডাউনের সময়ে সীমিত আকারে চলবে ব্যাংকিং কার্যক্রম। রোববার (০৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউন সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।
বলা হয়েছে, লকডাউনের সময় ব্যাংকিং ব্যবস্থা সীমিত আকারে চালু থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সীমিত আকারে লেনদেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে লেনদেন ও ব্যাংক খোলা রাখার সময়সূচি কমিয়ে আনা হবে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।