মানুষের জীবন সবার আগে। তাই করোনা মোকাবিলায় সবাইকে সরকারি নির্দেশ মেনে চলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (০৪ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনএসআই’র নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজধানীর সেগুন বাগিচায় নির্মিত এই ভবনকে জাতির জনকের জন্মশত বার্ষিকীতে সংস্থার জন্য উপহার বলে জানান প্রধানমন্ত্রী।
স্বাধীনতার পর মিলিটারি শাসন এবং বিএনপি জামায়াত জোট জাতীয় নিরাপত্তা সংস্থাকে রাজনৈতিকভাবে অপব্যবহার করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুনীর্তি এবং মাদকের বিরুদ্ধে দেশ এবং জনগণকে মুক্ত করতে সরকারের জিরো টলারেন্স অবস্থানকে সফল করার জন্য জাতীয় নিরাপত্তা সংস্থাকে কাজ করতে হবে।
এসময় স্বাধীনতার পর সবচেয়ে কার্যকর এই গোয়েন্দা সংস্থাকে বিভিন্ন শাসকরা কিভাবে অপব্যবহার করেছিল সেই ব্যাখা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, দেশে দিন দিন অপরাধের ধরণ পাল্টে যাচ্ছে, সেই কারণে এই গোয়েন্দা সংস্থাকে আধুনিকতার মিশিলে প্রশিক্ষণ নেবার উপর জোর দিতে হবে। একইসঙ্গে করোনাকালে এই সংস্থাকে মানুষের পাশে এসে দাঁড়াতে হবে।