spot_img

লকডাউনের খবরে রাজধানী ছাড়ছে মানুষ

অবশ্যই পরুন

করোনা সংক্রমণ বাড়ায় সোমবার থেকে লকডাউনে যাচ্ছে সারাদেশ এ খবরে রোববার সকাল থেকে ঘরমুখো মানুষের ভিড় ছিলো লক্ষ্যণীয়।

রোববার (০৪ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও গাবতলী বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। সবার মধ্যে কথা একটাই সরকার যখন লকডাউন দিয়েছে তাহলে ঢাকা থেকে করবো কি? তার চেয়ে বাড়ি চলে যাওয়াই ভালো।

ইতোমধ্যে সকালে চাঁদপুর, ভোলা, সুরেশ্বর, নড়িয়া, মুলফৎগঞ্জ, চন্ডিপুর, নোমরহাট, গঙ্গাপুর, দুলারচর, মুন্সিগঞ্জ, মোহনপুরসহ বিভিন্ন জায়গার লঞ্চ সদরঘাট থেকে যাত্রীদের নিয়ে ছেড়ে যায়।

লঞ্চে প্রবেশের শুরুতে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার ও মাস্ক পরার জন্য বারবার সচেতন করা হলেও ভেতরে স্বাস্থ্যবিধি মানছেনা অনেকেই। ৬০ শতাংশ ভাড়া নিলেও অর্ধেক যাত্রী নেওয়ার বিধিনিষেধ মানছেনা বেশিরভাগ লঞ্চ কর্তৃপক্ষ। তবে ঘাটে ও লঞ্চে মাইকিং করে স্বাস্থ্যবিধি মানতে সচেতন করা হচ্ছে। লালকুঠি ঘাট থেকে সকালে একমাত্র বরিশালের উদ্দেশে ছেড়ে যায় গ্রিনলাইন ওয়াটার ওয়েজ নামে একটি লঞ্চ। সেখানে যাত্রীর চাপ থাকলেও স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী নিচ্ছের তারা।

এদিকে রোববার ভোরবেলা থেকে গাবতলীতে যাত্রীদের ভিড় ছিলো লক্ষ্যণীয়। মানুষের উদ্দেশ্য একটা কোনো ভাবে বাড়ি ফেরা। করোনার প্রাদুর্ভাব কমলে ঢাকা ফিরবেন। এখন যে কোনো মূল্যেই বাড়ি ফিরতে হবে। যেন ঈদের ছুটি চলছে। টার্মিনালে চলছে এরকম বাড়ি ফেরার যুদ্ধ।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ