অবরুদ্ধ দশা থেকে মুক্ত হয়ে সমর্থকদের সাথে আছেন হেফাজতে ইসলামের নেতা আল্লামা মামুনুল হক। তাকে নিয়ে বিক্ষোভ করেছে সমর্থকরা। তবে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এ হেফাজত নেতা।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মামুনুল হককে উদ্ধার করেন। তাকে কর্মী-সমর্থকদের হাতে তুলে দেয়া হয়েছে।
এদিকে সমর্থকদের উদ্দেশে মামুনুল হক বলেন, আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। সাংবাদিক ও পুলিশ আমার সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। কিছু বাইরের লোক খারাপ আচরণ করেছে। আমি আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম। আমরা শান্তভাবে পরিস্থিতি হ্যান্ডেল করছি, আপনারা উত্তেজিত হবেন না।
জানা গেছে, মামুনুল হক শনিবার সকালে রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষটিতে ওঠেন। দুপুর থেকেই এলাকায় চাউর হয় মামুনুল হক এক নারীসহ রিসোর্টে অবস্থান করছেন। এ খবরে এলাকার কতিপয় মানুষ সেখানে গিয়ে তাকে অবরুদ্ধ করে। জেরার মুখে আল্লামা মামুনুল হক জানান, সাথে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। তিনি শরীয়ত সম্মতভাবেই তাকে বিয়ে করেছেন।