আগামী দুই এক দিনের মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটের করোনা টিকার আরেকটি চালান দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই চালানে ২০ থেকে ৩০ লাখ ডোজ আসতে পারে বলেও জানান তিনি।
সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভার্চুয়ালি ১০ শয্যার আইসিইউ বেডের উদ্বোধন করার সময় এসব কথা বলেন মন্ত্রী। এসময় বলেন আশঙ্কাজনকহারে করোনা সংক্রমণ বাড়তে থাকায় দুর্যোগময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে আরো তিন থেকে সাড়ে তিন হাজার শয্যা বাড়ানো হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মানুষ সচেতন না হলে শয্যা বাড়িয়েও পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে না জানিয়ে স্বাস্থমন্ত্রী বলেন, সরকারের ১৮ দফা নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে।