রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ দ্য ফেডারেশন কাউন্সিল বুধবার একটি বিল পাস করেছে। এর ফলে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৪ সাল থেকে শুরু করে আরও দুই মেয়াদে নির্বাচনে অংশ নিতে সক্ষম হবেন।
বিলটি এক সপ্তাহ আগে সংসদের নিম্নকক্ষ, স্টেট ডুমা দ্বারা অনুমোদিত হয়েছিল। পুতিন শীঘ্রই এটি আইনে স্বাক্ষর করবেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন সংক্রান্ত খসড়া আইনটি ২০২০ সালের জুলাইয়ে দেশব্যাপী গণভোটে গৃহীত সাংবিধানিক সংশোধনী অনুসরণে করা হয়েছিল।
সংবিধানের ২০৬টি সংশোধনীর মধ্যে একটিতে উল্লেখ করা হয়েছে যে, দুই মেয়াদে থাকার সীমাবদ্ধতা ক্ষমতায় থাকা সব রাষ্ট্রপ্রধানের জন্যই প্রযোজ্য। তবে তার পূর্ববর্তী শর্তাদি আমলে নেয়া হবে না। সংশোধনের আলোকে, বিলটি পুতিনকে ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে তার নির্বাচিত হওয়া থেকে শুরু করে ২০৩৬ সাল পর্যন্ত আরও দুই মেয়াদে তাকে এই পদে অধিষ্ঠিত থাকার সম্ভাবনা মঞ্জুর করে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।