spot_img

ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত

অবশ্যই পরুন

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জনের প্রানহানী ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতের ঐ সন্ত্রাসী তৎপরতায় আরও ১৩ বাসিন্দা গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এটি ফেডারেল সরকারকে চ্যালেঞ্জ জানাতে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর সর্বশেষ সহিংসতার দৃষ্টান্ত। এ ঘটনার জন্য ওরোমো লিবারেশন ফ্রন্টকে দায়ী করা হয়েছে।

ওসেন আন্দেজ (৫০) নামের এক কৃষক বলেন, ওরোমিয়া অঞ্চলের ওলেগার পশ্চিমে মঙ্গলবার রাতের এ হামলায় তার প্রতিবেশীরা নিহত হয়েছেন। নিহতদের তিনি আমহারাস নৃতাত্ত্বিক গোষ্ঠীর বলে শনাক্ত করেছেন। হামলার সময় তিনি ও তার পরিবার গুলির শব্দ শুনে নিকবর্তী একটি সরকারি দপ্তরে নিরাপত্তার আশায় আশ্রয় নেন বলে জানান।

বার্তা সংস্থা রয়টার্সকে ওসেন বলেন, “আমরা গাড়িতে করে ৩০টি মরদেহ নিয়ে যাই এবং সেগুলো দাফন করি।”
দেশটিতে ওরোমো এবং আমহারাস সবচেয়ে দুটি বড় জাতিগোষ্ঠী। পাশাপাশি অঞ্চলে বসবাসকারী এই দুই গোষ্ঠীর মধ্যে প্রায়ই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলে প্রাণঘাতী হামলা।

আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশটি গেলো কয়েক মাস ধরেই উত্তাল। টাইগ্রে অঞ্চলকে স্বায়ত্ত্বশাসিত ঘোষণার দাবিতে আবি সরকারের সাথে চলছে বিদ্রোহীদের সংঘাত। রয়টার্স।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ