রাশিয়ার পক্ষ নিয়ে গোয়েন্দাগিরি করার অভিযোগে নৌবাহিনীর এক ক্যাপ্টেনকে আটক করেছে ইতালি। বিবৃতির মাধ্যমে দেশটির কেন্দ্রীয় পুলিশ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
ইতালি পুলিশের দাবি, রাশিয়ার সামরিক কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকের সময় তাকে আটক করা হয়। খবর স্কাই নিউজের
প্রশাসন বলছে, আটক এ নৌ কর্মকর্তা অর্থের বিনিময়ে রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ নথিপত্র তুলে দিয়েছেন। গোয়েন্দাগিরি ও রাষ্ট্রীয় নিরাপত্তার দিক থেকে দুই পক্ষই বড় রকমের অপরাধ করেছেন।
যদিও এবার শুধুমাত্র ইতালির নৌ কর্মকর্তাকে আটক করা হয়েছে কারণ রাশিয়ার ওই কর্মকর্তা ইতালির রুশ দূতাবাসের কূটনীতিক হিসেবে কর্মরত রয়েছেন। ফলে সেই কূটনৈতিক দায়মুক্তি পেয়েছেন।
পুলিশ আরও জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা দীর্ঘ তদন্ত করার পর ইতালির এ নৌ কর্মকর্তাকে আটক করা হয়েছে। এ কাজে ইতালির চিফ অব দ্যা ডিফেন্স স্টাফের সহযোগিতা ছিল বলে জানিয়েছে পুলিশ।