spot_img

ইরানবিরোধী অবস্থান থেকে বেরুতে পারছে না বাইডেন সরকার: রাশিয়া

অবশ্যই পরুন

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন প্রশাসনে এখনও আগের সরকারের প্রভাব রয়ে গেছে এবং তারা ইরানবিরোধী দৃষ্টিভঙ্গি অনুসরণ করছে। তিনি বুধবার আন্তর্জাতিক আলোচনা বিষয়ক ক্লাব ওয়ালদাইয়ে এসব কথা বলেন।

ল্যাভরভ বলেন, বাইডেন সরকার ইরানের পরমাণু সমঝোতা বিষয়ে আশাব্যঞ্জক ইঙ্গিত দিচ্ছে, কিন্তু এখনও তারা ইরানবিরোধী অবস্থান থেকে সব কিছুকে পর্যালোচনা করছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা পরমাণু সমঝোতা বিষয়ক অচলাবস্থা নিরসনের চেষ্টাকে সমর্থন করে। মস্কো এ বিষয়ে বিস্তারিত প্রস্তাবনাও তুলে ধরেছে।

তিনি বলেন, রাশিয়ার বক্তব্য হচ্ছে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। সেটা যেভাবে আছে ঠিক সেভাবেই আবারও কার্যকর করতে হবে। তিনি বলেন,আমরা এ সংক্রান্ত একটি অনানুষ্ঠানিক রোডম্যাপও দিয়েছি। এর ভিত্তিতে আমেরিকা ও ইরানকে বিরতিহীনভাবে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে ফিরে যাওয়ার পদক্ষেপ নিতে হবে। ফ্রান্সও এ ক্ষেত্রে সহযোগিতা করবে বলে তিনি মন্তব্য করেন।

আমেরিকা পরমাণু সমঝোতায় দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে উল্টো তা থেকে বেরিয়ে যাওয়ায় ইরান প্রথমে এ ক্ষেত্রে ওয়াশিংটনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ