spot_img

ভোলায় মাস্ক না পরায় ১৮ জনকে জরিমানা

অবশ্যই পরুন

দিন দিন বেড়েই চলেছে করোনার প্রাদুর্ভাব। এ জন্য প্রশাসনকে নিতে হচ্ছে নানা পদক্ষেপ। এই ধারাবাহিকতায় ভোলায় মাস্ক না পরায় ১৮ জনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ মার্চ ) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আব্দুল্লাহ খান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরায় দণ্ডবিধি ১৮৬০/২৬৯ ধারা মতে ১৮ জনকে ৪৯০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের প্রত্যেককে মাস্ক কিনে তা পরিধান করানো হয়।

স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় দায়ী ব্যক্তিদের জরিমানা করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আব্দুল্লাহ খান।

তিনি বলেন, সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভোলা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রশাসন মাঠে থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

‘নেইমারকে চাই না, আমাদের ক্লাব কোনো হাসপাতাল নয়’

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি-তে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ২০২৩ সালে ক্লাবটি যখন ছাড়েন, তখন ভিন্ন ভিন্ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ