বিশ্বজুড়ে আরও ১০ হাজার ৬শ’র বেশি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এ নিয়ে ২৮ লাখ ১৫ হাজারের কাছাকাছি মোট মৃত্যু হলো।
দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে থাকা ব্রাজিলে একদিনে ৩ হাজার সাড়ে ৬শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট প্রাণহানি ৩ লাখ ১৮ হাজারের কাছাকাছি। আর নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৬ হাজার ৭শ’র বেশি।
৮৫৮ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে মোট প্রাণহানি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬১ হাজারের ওপর। আর ৫ শতাধিক মৃত্যু হয়েছে ইতালিতে। পোল্যান্ড ও রাশিয়ায় প্রাণহানি ৪ শতাধিক।
মোট মৃত্যুতে ৩য় অবস্থানে থাকা ভারতে প্রাণ গেছে আরও ৩৫৫ জনের। ২৪ ঘণ্টায় বিশ্বে মোট করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ লাখ ২৯ হাজারের মতো। মোট আক্রান্ত ১২ কোটি ৮৭ লাখ ৭৬ হাজারের বেশি।