রাশিয়ার একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন সেখানে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। মহামারি শুরুর পর থেকে সেখানে কমপক্ষে ৪৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন।
গত সপ্তাহে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রত্যাশা করেছেন যে, রাশিয়া ‘হার্ড ইমিউনিটি’তে পৌঁছে যাবে এবং গ্রীষ্ম শেষ হওয়ার আগেই বিধিনিষেধ প্রত্যাহার করবেন। এরই মধ্যে কিছু এলাকায় বিধিনিষেধ শিথিল করা হয়েছে। কিন্তু স্বাস্থ্য বিষয়ক উপমন্ত্রী তাতিয়ানা
সেমিওনোভাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস বলছে, দুর্ভাগ্যজনকভাবে সংক্রমণের হার এবং এই রোগের আগ্রাসন রাশিয়ায় করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হয়েছে।
গত সপ্তাহে পুতিন বলেছেন, তার দেশের ১৪ কোটি ৫০ লাখ মানুষের মধ্যে ৪৩ লাখ এরই মধ্যে টিকার দুটি ডোজ নিয়েছেন। মঙ্গলবার ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২৭৭ জন। মারা গেছেন ৪০৯ জন।