spot_img

‘সন্ত্রাসী চক্র গড়ে তুলছে ইহুদি বসতি স্থাপনাকারীরা’

অবশ্যই পরুন

ফিলিস্তিনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, পশ্চিম তীরে অবধৈভাবে ইহুদি বসতি স্থাপনকারীরা সাধারণ ফিলিস্তিনিদের ওপর হামলা চালানোর জন্য বিভিন্ন অপরাধী চক্র গড়ে তুলছে।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের কর্মকর্তা গাসান দাগলাসের বরাত দিয়ে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এ খবর দিয়েছে। গাসান দাগলাস ইসরাইলের বসতি স্থাপন কার্যক্রম পর্যব্ক্ষেণ করে থাকেন। তিনি বলেন, যেসমস্ত উগ্রবাদী ইহুদি বসতি স্থাপনকারী ‘প্রাইস ট্যাগের’ সদস্য তারা বর্তমানে পশ্চিম তীরের উত্তরে সালফিট শহরে তৎপরতা চালাচ্ছে।

গাসান দাগলাস বলেন, ‘এ উগ্রবাদীরা ফিলিস্তিনি জনবসতিতে ভাংচুর ও সহিংসতা চালাচ্ছে। পাশাপাশি মুসলমানদের পবিত্র স্থাপনাগুলোতেও তারা হামলা চালাচ্ছে।’

স্থানীয় ফিলিস্তিনি কর্মকর্তা জানান, অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা গত রোববার বিকেলে সালফিট শহরের পশ্চিমে কাফ্‌র আদ-দিক শহরে একজন ফিলিস্তিনি নাগরিকের ওপর হামলা চালায়। এছাড়া, খালেত হাসান এলাকায় আরো দু’ফিলিস্তিনির ওপর গুলি চালানো হয়েছে। এতে তারা আহত হন।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ