spot_img

৫৫ বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া স্থগিত কানাডার

অবশ্যই পরুন

৫৫ বছরের কম বয়সীদেরকে অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনভাইরাসের টিকা প্রদান স্থগিত করেছে কানাডা। সোমবার দেশটির জনস্বাস্থ্য বিষয়ক একজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারে রক্ত জমাট বাঁধার সম্ভাব্য ঝুঁকি নিয়ে জাতীয় পরামর্শক প্যানেল থেকে প্রশ্ন উঠার পর এ তথ্য জানান ওই কর্মকর্তা। ওই প্যানেল থেকেই ভ্যাকসিনটি ব্যবহারে বয়সসীমা বেঁধে দেওয়ার সুপারিশ করা হয়েছিল। খবর আল জাজিরার।

কানাডার ডেপুটি চিফ পাবলিক হেলথ অফিসার হাওয়ার্ড এনজু। তিনি বলেন, ৫৫ বছরের কম বয়সীদের মধ্যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ব্যবহারে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ।

সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়ে রক্ত জমাট বাঁধার অভিযোগ ওঠার পর আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়। ফ্রান্স, স্পেন, জার্মানিসহ বিশ্বের কয়েকটি দেশ টিকাদান কর্মসূচি স্থগিত ঘোষণা করে। পরে ইউরোপের নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি (ইএমএ) জানায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর। এরপরই বেশ কয়েকটি দেশ ওই টিকাদান আবারও শুরুর ঘোষণা দেয়।

কানাডা রক্তের জমাট বাঁধার বিরল ঘটনা প্রকাশিত হওয়ার পরে অস্ট্রাজেনেকা টিকা সাময়িকভাবে স্থগিত করা সর্বশেষ দেশ।

যদিও অ্যাস্ট্রাজেনেকার দাবি, পরীক্ষায় দেখা গেছে তাদের টিকায় মারাত্মক কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আর এই ভ্যাকসিনটি মারাত্মক ও প্রাণঘাতী সংক্রমণ বন্ধ করতে শতভাগ কার্যকর।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ