spot_img

৪২টি ওয়াগনে আসল ১৩শ ১৩ মেট্রিক টন পেঁয়াজ

অবশ্যই পরুন

গত শুক্রবার ১৫শ মেট্রিন টন পেঁয়াজ আমদানির পর আবারও চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ভারতীয় ১৩শ ১৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

সোমবার (২৮ মার্চ) বিকেল পাঁচটায় ৪২টি রেল ওয়াগনে ভারতীয় পেঁয়াজ আমদানি হয়।

দর্শনা বন্দরে পেঁয়াজ খালাসে নিযুক্ত সিঅ্যান্ডএফ এজেন্ট রায়হান ও রফিকুল ইসলাম জানান, আমদানিকারক চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স ৫শ ৯৯ দশমিক ৯৭০ মেট্রিক টন ও ফেনীর রূপসী বাংলা ৭শ ১৩ দশমিক ৫৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে।

প্রতি টন পেঁয়াজের ইনভয়েস মূল্য ২৫০ ডলার। তবে শতকরা ১০ ভাগ শুল্ক আরোপ করায় পেঁয়াজ আমদানিতে খুব একটা লাভ হচ্ছে না বলে জানা গেছে আমদানিকারকের প্রতিনিধিদের কাছ থেকে।

দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী জানান, আমদানি করা পেঁয়াজ যশোর নওয়াপাড়ায় বুকিং নিয়েছে আমদানিকারকরা।

তিনি আরো জানান, রমজান মাসকে সামনে রেখে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে এ বন্দর দিয়ে ভারত থেকে আরো পেঁয়াজ আমদানি আরো হতে পারে।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ