টেস্ট ও টি-টুয়েন্টির পর ওয়ানডে সিরিজেও জয়জয়কার ভারতের। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে লড়াই জমিয়ে তুলেছিল সফরকারী ইংল্যান্ড দল। তবে রবিবার (২৮ মার্চ) তৃতীয় ম্যাচটিতে আশা জাগিয়েও শেষ পর্যন্ত ৭ রানে হেরে গেছে তারা। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক ভারত।
যদিও ওয়ানডে সিরিজের ব্যক্তিগত পুরস্কার জিতেছে ইংল্যান্ডের খেলোয়াড়। রবিবারের ম্যাচটিতে ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ৯৫ রানের রেকর্ড গড়া ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন স্যাম কারান। আর তিন ম্যাচে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ২১৯ রানের সুবাদে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন জনি বেয়ারস্টো।
এ দুইটিই পুরস্কারই ইংল্যান্ডের খেলোয়াড়রা জেতায় রীতিমতো অবাক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার মতে, ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার ছিলেন ভারতের পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর এবং দলকে সিরিজ জেতানোর কারণে বেয়ারস্টোর পুরস্কারটি পাওয়া উচিত ছিল ভুবনেশ্বর কুমারের।
সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট হাতে ২১ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন শার্দুল। পরে বল হাতে একে একে ফেরান জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান ও আদিল রশিদকে। মাঝের ওভারগুলোতে শার্দুলের এমন আক্রমণের কারণেই মূলত ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল ইংল্যান্ড।
অন্য দিকে শেষ ম্যাচে জনি বেয়ারস্টো, জেসন রয় এবং মঈন আলির উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। নিজের দশ ওভারে খরচ করেছেন মাত্র ৪২ রান। যা ভারতের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। এছাড়া তিন ম্যাচে মাত্র ৪.৬৫ ইকোনমি রেটে ৬ উইকেট শিকার করে ভারতের সিরিজ জয়ে অন্যতম মুখ্য অবদান রেখেছেন তিনি।
এ কারণেই মূলত বেয়ারস্টো ও কারানের পুরস্কার পাওয়ার বিষয়ে অবাক হয়েছেন ভারতীয় অধিনায়ক কোহলি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন, সত্যি বলতে আমি খুবই অবাক হয়েছি যে শার্দুল ম্যান অব দ্য ম্যাচ পায়নি। চার উইকেটের সঙ্গে ৩০ রান করেছে সে। এছাড়া ভুবনেশ্বরও ম্যান অব দ্য সিরিজের অন্যতম দাবিদার ছিল। মাঝের ওভার ও পাওয়ার প্লেতে এরা পার্থক্য গড়ে দিয়েছে।