spot_img

শেষ মুহূর্তে নাটকীয় জয় স্পেনের

অবশ্যই পরুন

নির্ধারিত সময় শেষে তখন চলছে যোগ করা সময়। স্পেন-জর্জিয়ার ম্যাচটা তখনো সমতায় ১-১ গোলে। একটা পয়েন্টের আশায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে তখন রক্ষণে জাঁকিয়ে বসেছে র‍্যাঙ্কিংয়ের ৮৯তম দল জর্জিয়া। তখনই মাঝমাঠ থেকে দারুণ এক পাসে সতীর্থ দানি অলমোকে খুঁজে পেলেন বার্সা উইংব্যাক জর্দি আলবা। বক্সের বাইরে থেকেই শট নিয়ে বসলেন অলমো, আর গোল! চলতি বিশ্বকাপ বাছাইপর্বে স্পেনের প্রথম জয়টাও নিশ্চিত হলো তখনই।

প্রথম ম্যাচে গ্রীসের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্রয়ে বাধ্য হয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দ্বিতীয় ম্যাচে যেন তারই পুনর্মঞ্চায়ন ঘটল। তবে এবার ফলটা কথা বলল স্পেনের পক্ষে। আগের ম্যাচে আলভারো মোরাতার প্রথমার্ধের গোলের পর দ্বিতীয়ার্ধে গোল হজম করে লুইস এনরিকের শিষ্যরা।

এদিন স্পেন নিজেরা গোল হজম করল প্রথমে। ৪৩ মিনিটে অটার কিতেইশভিলির পাস থেকে বক্সে ঢুকে বাঁ পায়ের নিচু শটে গোলটি করেন কভিচা কেভারাৎস্কেলিয়া। এর আগেও যে পারফরম্যান্স দিয়েছে স্পেন, তাতে কোচ এনরিকের খুশি হওয়ার কথা নয় খুব একটা। প্রথমার্ধে মাঝমাঠে বলের দখল রাখলেও স্পেন খেই হারাচ্ছিল প্রতিপক্ষ বিপদসীমায় গিয়ে। বিরতির আগে শট নিয়েছে কেবল তিনটি, যার দুটোই হয়েছে লক্ষ্যভ্রষ্ট।

তবে খেলার ধারায় পরিবর্তন আসে দ্বিতীয়ার্ধে। বার্সা তারকা জর্দি আলবার ক্রসে প্রথমে পা ছোঁয়াতে পারেননি আগের ম্যাচের গোলদাতা আলভারো মোরাতা। এরপর অনেকটা ফাঁকা থেকেই গোলটা করে দলকে স্কোরলাইন ১-১ করেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড ফেরান তরেস।

জয়সূচক গোলের চেষ্টা চালিয়ে গেছে স্পেন। তবে মিলছিল না সফলতা। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে পাঁচটা শটের চারটাই ছিল লক্ষ্যে, এরপরও। ফলে টানা দ্বিতীয় ড্রয়ের শঙ্কা মাথাচাড়া দিয়ে উঠছিল দলটির সামনে। এরপরই প্রথম গোলের যোগানদাতা আলবা আর দানি অলমোর সেই জাদুকরি মুহূর্ত, যাতে প্রথম জয়টা ধরা দেয় স্পেনের সামনে। দুই গোলের যোগান দিয়ে যে ম্যাচের নায়ক আলবাই, তা বলাই বাহুল্য!

এর ফলে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে স্পেন। দলটি বাছাইপর্বে তৃতীয় ম্যাচটিও খেলবে চলমান আন্তর্জাতিক ফুটবলের বিরতিতেই। নিজেদের মাঠে আগামী বুধবার তারা আতিথ্য দেবে কসোভোকে।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার অনুঘটক বিচার বিভাগ: ইফতেখারুজ্জামান

শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শনিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ