সৌদি আরবে গত অক্টোবরের পর প্রথমবারের মতো গত দুইদিনে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে। রাজতন্ত্রশাসিত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছে।
জনসমাগম বৃদ্ধি ও সামাজিক দূরত্ববিধির মতো করোনা প্রতিরোধ সংক্রান্ত বিধিনিষেধগুলো মেনে চলার ক্ষেত্রে মানুষের অনাগ্রহকে সংক্রমণের এই ঊর্ধ্বগতির জন্য দায়ী করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
উপসাগরীয় এই দেশটিতে গত শুক্রবার ৫১০ এবং শনিবার ৫০২ জনের দেহে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ৩ লাখ ৮৭ হাজার ৭৯৪ জনে।
গতদিনে শনাক্ত রোগীদের মধ্যে দুই শতাধিক রাজধানী রিয়াদের বাসিন্দা। গত বছরের জুনে সৌদিতে করোনার সংক্রমণ চূড়ায় উঠছে দৈনিক আক্রান্ত চার হাজার ছাড়িয়েছিল। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে তা কমে একশ এর নিচে নামে। এখন আবার তা বাড়তে শুরু করেছে।
এদিকে টিকাদান কর্মসূচির পরিসর বিস্তৃত করার লক্ষ্যে গত সপ্তাহ থেকে সৌদি কর্তৃপক্ষ সকল নাগরিক এবং ষোলো ও তদুর্ধ্ব বয়সী সব বাসিন্দাদের জন্য টিকা নেওয়া উন্মুক্ত করার ঘোষণা দেয়।
খাবারের দোকান, গণপরিবহন, জিমনেশিয়াম ও সেলুনে কাজ করেন এমন যারা টিকা নেবেন না আগামী মে মাসের মাঝামাঝি থেকে তাদেরকে প্রতি সপ্তাহে একবার পিসিআর টেস্ট করাতে হবে।