ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দেখাদেখি এবার নিজেদের দেশে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে নেপাল। এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) নামে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় খেলবেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
রবিবার ভিলিয়ার্সের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন টুর্নামেন্টটির ব্যবস্থাপনা পরিচালক আমির আখতার। এই প্রোটিয়া ক্রিকেটার ছাড়া ক্যারিবীয় দানব ক্রিস গেইলকেও ইপিএলে দেখা যেতে পারে বলে জানা গেছে।
করোনা ভাইরাসের কারণে ইপিএলের ২০২০ সালের আসরটি স্থগিত করা হয়েছিল। চলতি বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা রয়েছে। সেখানে নিঃসন্দেহে অন্যতম আকর্ষণ হতে চলেছেন ডি ভিলিয়ার্স।
এর আগে ২০২০ মৌসুমে পোখরা রাইনোসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘ইউনিভার্সাল বস’ ক্রিস গেইল। কিন্তু করোনা প্রাদুর্ভাবে আসরটি স্থগিত হয়ে গেলে নেপালের মাঠে তার আর নামা হয়নি। এবারের আসরের সময় গেইলের প্রাপ্যতা নিশ্চিত হলে এই মৌসুমে নেপাল মাতাতে দেখা যাবে তাকে।
নেপালের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্সের ইপিএলে খেলতে রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করে আমির আখতার বলেন, ইপিএলে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ক্রিকেটারদের এনে নেপালকে বৈশ্বিক ক্রিকেটের সঙ্গে পরিচিত করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আমরা আগের মৌসুমেও এবি ডি ভিলিয়ার্সকে আনার চেষ্টা করেছিলাম।
তিনি আরো বলেন, গত মৌসুমে ডি ভিলিয়ার্স খেলার জন্য উন্মুক্ত ছিলেন না। তবে এবারের সংস্করণে তিনি এখানে আসতে সম্মত হয়েছেন। এর মধ্যে যদি অন্য কিছু না আসে তবে তিনি নিশ্চিতভাবে নেপালের মাঠে খেলবেন।
এবি ডি ভিলিয়ার্সকে কোন দলের হয়ে খেলতে দেখা যাবে তা এখনো নির্ধারিত হয়নি। নিশ্চিতভাবেই টুর্নামেন্টের ছয়টি দলই টি-২০ ক্রিকেটের অন্যতম সেরা এই তারকাকে দলে ভেড়ানোর লড়াইয়ে ছুটবে। দল ছয়টি হচ্ছে পোখড়া রাইনোস, ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটরস, চিত্রওয়ান টাইগারস, বিরাটনগর ওয়ারিয়র্স, ললিতপুর প্যাট্রিয়টস এবং কাঠমান্ডু কিংস ইলেভেন।