spot_img

পরমাণু অস্ত্র বৃদ্ধির ব্রিটিশ পরিকল্পনায় ইরানের বিরোধিতা

অবশ্যই পরুন

পরমাণু অস্ত্র বাড়াতে ব্রিটেনের পরিকল্পনার বিরোধিতা করেছে ইরান। রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিকের সাথে শুক্রবার এক সাক্ষাতকারে দেশটিতে ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এই কথা জানান।

এর আগে গত ১৬ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা করেন, রাশিয়া ও চীনের পক্ষ থেকে উত্থাপিত ‘চ্যালেঞ্জ’ মোকাবেলায় আরো পারমাণবিক অস্ত্র তৈরি করবে তার সরকার।

কাজেম জালালি বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ব্রিটেন তার পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়াতে পারে না। ওই চুক্তিতে পরমাণু প্রযুক্তিকে শুধুমাত্র বেসামরিক কাজে ব্যবহার করার অনুমতি দেয়া হয়েছে।

জালালি বলেন, ইরান শান্তিপূর্ণ কাজে ব্যবহার করার জন্য তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আমরা কোনো অবস্থায় পরমাণু অস্ত্র তৈরির পক্ষপাতী নই।

ব্রিটেনের পরমাণু অস্ত্রের ভাণ্ডারে বর্তমানে প্রায় ১৯৫টি ওয়ারহেড রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী এমন সময়ে এ অস্ত্র উৎপাদন বাড়িয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন যখন ২০১৫ সালে লন্ডন তার পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১৮০টিতে নামিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ