spot_img

এবার করোনায় আক্রান্ত ইউসুফ পাঠান

অবশ্যই পরুন

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার কোভিড-১৯ পজিটিভ হওয়ার একদিন পরই আক্রান্ত হলেন ভারতের আরেক সাবেক ক্রিকেটার। এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারত জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান।

শনিবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিজেই নিশ্চিত করেছেন সাবেক এই অলরাউন্ডার।

৩৮ বছর বয়সী ইউসুফ তার অফিসিয়াল টুইটার পেজে লেখেন, ‘হালকা উপসর্গ দেখা দেওয়ার পর কোভিড-১৯ পরীক্ষায় আজ পজিটিভ হয়েছি। আক্রান্ত হওয়ার পর থেকে বাড়িতে কোয়ারেন্টাইনে আছি এবং সবধরনের প্রয়োজনীয় সতর্কতা ও প্রয়োজনীয় ওষুধপত্র নিচ্ছি। যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদেরকে নিজ থেকে দ্রুত পরীক্ষা করার অনুরোধ করছি।’

সম্প্রতি রাইপুরে ভারত লিজেন্ডের হয়ে রোড সেফটি ক্রিকেট সিরিজের শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন ইউসুফ পাঠান। এই দলটির অধিনায়ক ছিলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। শনিবার করোনায় আক্রান্ত হন শচীন।

গত ২১ মার্চ শ্রীলঙ্কা লিজেন্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়া লিজেন্ডস।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ